অবতক খবর,১ ডিসেম্বর : পুকুরে হাত ধুতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। ছেলের বিয়ের এক সপ্তাহ আগেই মায়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত টুনিভিটা গ্ৰামে। জানা যায়, টুনিভিটা গ্ৰামের শ্যমলা সিংহ ও দেবানন সিংহ স্বামী স্ত্রী দুজনে মিলে মাঠে ধানের জমিতে কাজ করতে যায়। ধান জমির পাশে একটি পুকুর ছিলো, পুকুরে হাত ধুতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যমলা সিংহ-এর। মৃত শ্যমলা সিংহ-র স্বামী দেবানন সিংহ বলেন, ধান জমির পাশেই শঙ্কর বিশ্বাস অর্থাৎ ধান জমির পাশের পুকুরের মালিক তার নিজের পুকুরের জলে বিদ্যুৎ সংযোগ করে রাখে। অতঃপর পুকুরে হাত ধুতে নেমেই বিদ্যুৎ পিষ্ট হয় ঘটনাস্থলে মৃত্যু হয় শ্যমলা সিংহ-এর। পুকুরের জলে বিদ্যুৎ সংযোগের ফলে মৃত্যু ঘটনায় স্থানীয় লোকজনরা শঙ্কর বিশ্বাস কে আটক করে বিক্ষোভ দেখায়। পুকুরের মালিক শঙ্কর বিশ্বাসের শাস্তির দাবি করেন মৃত শ্যমলা সিংহ ছেলে জিতেন সিংহ সহ গ্ৰামবাসীরা। বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ, আটক করে নিয়ে যায় পুকুরের মালিক শঙ্কর বিশ্বাসকে। এই ঘটনায় টুনিভিটা গ্রামে সর্বত্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে করণদীঘি থানার পুলিশ।