পায়ের সাহায্যে হাঁটাচলা করা যায়।এটা আমরা সকলেই জানি। এছাড়া পা-কে যে আরও কত ভাবে ব্যবহার করা যায় সেটা আমার মা আমাকে বুঝিয়ে বলে।

পা সম্পর্কে আমি যতটুকু জানি
তমাল সাহা

দাদার পায়ে পড়েছিলাম
দাদা মেলা থেকে বউ এনে দিয়েছিল
মায়ের পায়ে হাত দিয়েছিলাম মা মাথায় হাত দিয়ে বিড়বিড় করে কি বলেছিল জানিনা তবে পরে থুতনিতে হাত দিয়ে চুমু খেয়েছিল
বাবার পায়ে পড়েছিলাম বাবা পকেট থেকে লজেন্স বার করে দিয়েছিল
বউয়ের পায়ে পড়েছিলাম
বউ শেষ পর্যন্ত ঝগড়া থামিয়েছিল
দিদির পায়ে পড়েছিলাম
দিদি বলেছিল, তোকে কত ভালবাসতাম।
এখন কেন ভালোবাসে না জানি না,
নাকি গোপনে ভালোবাসে!

শ্রীকৃষ্ণ নাকি রাধার পায়ে ধরেছিল!
মা বলেছিল, রবীন্দ্রনাথ নেতাজির মতো মানুষেরা এই মাটিতে পদার্পণ করেছেন।রণপা ও পদব্রজ বলে দুটি শব্দ আছে
পদাতিক এবং পরিব্রাজকেরা পায়ে পায়ে হেঁটে চলে।