অবতক খবর, শিলিগুড়ি :    পাহাড়ের বৈঠক বাতিল হওয়ায় একে অন্যকে দুষছেন রাজ্য এবং কেন্দ্র। গতকাল নর্থ ব্লকে কেন্দ্রীয় সরকারের ডাকা বৈঠক বাতিল হয়ে যাওয়াতে রাজ্য এবং কেন্দ্র একে অন্যকে দুষে যাচ্ছে। কেন্দ্রের দাবী ইচ্ছে করেই রাজ্য এই বৈঠকে আসছে না, রাজ্যর কারনেই বাতিল হয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠক।

অন্যদিকে রাজ্য জানিয়েছে দেশের এই অবস্থায় এখন বসে বৈঠকে না বসে কাজ করুক কেন্দ্র। কারন এখন ভাষন দেবার কথা নয়, কাজ করবার সময়। বৈঠক নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশও করেছে গোর্খা জনমুক্তি মোর্চাও। তারা নিজেরাও নিজেদের দাবী দেওয়া নিয়ে অনিশ্চিত হওয়াতে এই বৈঠকে রাজী হয় নি। এদের মধ্যে গোর্খা জনমুক্তি মোর্চার একাংশ বিজেপীর গোর্খাল্যান্ড নীতিতে বিশ্বাসী নয়।অন্যদিকে রাজ্যের সাথে যোগাযোগ না করে রাজ্যের মধ্যে বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যও। আগামী ৭এবং ৯আগষ্টের বৈঠকও বাতিল করেছে তারা।