অবতক খবর,২৭ জুলাইঃ মোনালিসা দাস ইতিমধ্যেই এই নামটি পরিচিতি পেয়ে গিয়েছে রাজ্যের মানুষের কাছে। সংক্ষেপে জেনে নিন, কে এই মোনালিসা দাস?

মোনালিসা দাস রানাঘাট দক্ষিণ বিধানসভার বাসিন্দা ছিলেন। পায়রাডাঙ্গা প্রীতিনগরে তাঁর বাড়ি ছিল। তার পিতার নাম স্বর্গীয় মৃণাল কান্তি দাস। তিনি ইএসআইয়ের ডেপুটি ম্যানেজার ছিলেন। মোনালিসা দেবীর পরিবারের রয়েছে মা,দাদা,দাদার স্ত্রী এবং একমাত্র সন্তান।

ছোটবেলায় নদীয়ার পায়রাডাঙ্গা স্কুলেই পড়াশোনা করেছেন তিনি। এরপর চাকদহ কলেজ থেকে গ্রাজুয়েট হন এবং পরবর্তীতে কল্যাণী ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতকোত্তর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পিএইচডি করেন।

তাঁর বিবাহ হয়েছিল বীজপুর বিধানসভার অন্তর্গত হালিশহরে। তাঁর স্বামী পেশায় পাইলট। কিন্তু সেই বিবাহ টেকেনি। তাঁর সঙ্গে তাঁর স্বামীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।

বর্তমানে তিনি কর্মসূত্রে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে একটি ভাড়া বাড়িতে থাকছেন।

তবে যেহেতু বীজপুরে তাঁর বিবাহ হয়েছিল,সেই কারণে বীজপুর এখন বহুল আলোচিত। শহরে কান পাতলেই শোনা যাচ্ছে যে, মোনালিসা দেবী তাঁর স্বামীর কাছে ১ কোটি দাবি করেছেন। কিন্তু এই অর্থ দিতে নারাজ তাঁর স্বামী। সেই কারণে ঝুলে রয়েছে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা।