অবতক খবর,২২ নভেম্বর: পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে পুলিশি তান্ডবের অভিযোগ উঠল ভাটপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর ঝিলমাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলোক করের ছেলে অনিকেতের এদিন জন্মদিনের অনুষ্ঠান ছিল। এরই মধ্যে আলোকের ভাই পমের স্ত্রীকে নিয়ে অশান্তি বেঁধে যায়। অনুষ্ঠানের মাঝেই দাম্পত্য কলহের জেরে পমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উদ্যত হয় তার স্ত্রী। অভিযোগ, পমের শ্যালিকা জোর করে তার বোনকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আলোকের স্ত্রী টুম্পা তার দেওরের স্ত্রীকে বোঝাতে যায়।

তখন পমের শ্যালিকা টুম্পাকে চুলের মুঠি ধরে মারধোর করে বলে অভিযোগ। এরপর কর পরিবারের সদস্যরা পমের স্ত্রী, শ্যালিকা ও শ্বাশুড়িকে ঘর বন্ধ করে আটকে রাখে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ। ওই কর্তব্যরত পুলিশের হাতে পাঁচজন মহিলা আহত হয়েছেন। এমনকি ওই পুলিশ অফিসারের হাতে আক্রান্ত হলেন স্থানীয় এক তৃণমূল নেতা এরপর ক্ষুব্ধ জনতা ওই পুলিশ অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে রাফ-সহ ভাটপাড়া থানার আই সি অনুপম মন্ডল ঘটনাস্থলে গিয়ে তপ্ত পরিস্থিতি সামাল দেয়।