অবতক খবর :: হুগলী ::   গরমের মধ্যে পানীয় জলের কষ্টে ক্ষোভে ফুঁসছে তারকেশ্বর পুরসভা এলাকার ৫,৬,১,১২ সহ বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ। বারেবারে প্রশাসনের কাছে পানীয় জলের সমস্যার কথা জানিয়েও সমাধান হয়নি। গত দেড়-দু’বছর এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

৫ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, এলাকার প্রায় কোন বাড়িতে পুরসভার পানীয় জল পৌঁছায় না। রাস্তার কল থেকে ২-৩ তলায় জল বয়ে তুলতে হয় সবাইকে। সমস্যা সমাধানের জন্য বারেবারে প্রশাসনের কাছে আবেদন নিবেদন করলেও কোনো কাজ হয়নি।

তারকেশ্বর পুরসভার ৫ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সন্দীপ চক্রবর্তী বলেন, পুরসভার বোর্ড মিটিংয়ে বারে বারে এই সমস্যার কথা জানিয়েছি। দুবার লিখিতভাবে এই সমস্যা সমাধানের জন্য আবেদন করেছি। পুরসভার তৎকালীন চেয়ারম্যান বর্তমান প্রশাসকের এই বিষয়ে কোনো হেলদোল নেই বলে অভিযোগ । জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে আমি যেতে পারছি না।