পানিহাটি পৌরসভার উদ্যোগে প্লাস্টিক বিরোধী অভিযান

অবতক খবর,৯ জুলাইঃ পয়লা জুলাই থেকে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ৭৫ মাইক্রোনের কম পলিব্যাগ বন্ধ করা হয়েছে। কিছু ব্যবসায়ী ও সাধারন মানুষ সরকারি এই নির্দেশকে অমান্য করছেন। সরকারি এই নির্দেশকে মান্যতা দিতে আজ পানিহাটি পৌরসভার উদ্যোগে ঘোলা থানার পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে নাটাগড় বাজার ও পার্থপুর বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান চালালো পৌরসভা। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে অভিযান চালিয়ে বেশ কিছু ৭০ মাইক্রোনের কম পলিব্যাগ বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি এই ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করে পৌরসভার আধিকারিকেরা।

এই প্রসঙ্গে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্ত চৌধুরী জানালেন সরকারি এই নির্দেশকে যারা অমান্য করছে তাদের জরিমানা করা হচ্ছে তবে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে সমাজকে প্লাস্টিক মুক্ত করার জন্য।