অবতক খবর,১০ ডিসেম্বরঃ ইসলামপুর প্রাথমিক শিক্ষা দফতরের গোডাউন থেকে প্রায় দুই লক্ষাধিক পাঠ্য বই চুরির ঘটনায় পরিক্ষিত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি নিয়ে ইসলামপুর শহরে পথসভা ও বিক্ষোভ মিছিল করে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি (ABPTA) ও নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA) এদিন এইদিন দুই সংগঠনের সদস্যরা উপরোক্ত দাবি নিয়ে ইসলামপুর বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল করে চৌরঙ্গী মোড় পৌঁছায় সেখানে তারা ওই ঘটনার প্রতিবাদে পথসভা করে ।

ইসলামপুর মহকুমা শাসককে ডেপুটেশন জমা দেওয়ার পর শিক্ষকরা বলেন আমরা উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি যে আগামী 2023 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের জন্য যে পুস্তকগুলি আনা হয়েছিল সেগুলি আগামী জানুয়ারি মাসে ২ তারিখে পুস্তক দিবসের দিন ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দিন স্থির হয়েছিল ,কিন্তু এস আই অফিস অফ স্কুলের মারফতে জানা যায় যে সেগুলি চুরি হয়ে গেছে । এমন অবস্থায় দায়িত্বশীল শিক্ষক সংগঠন খুবই উদ্বিগ্ন এবং ছাত্র ছাত্রীদের আগামী দিনের কথা ভেবে চুপ থাকতে পারছি না ।‌ তারা আরো অভিযোগ করে বলেন । দুই সংগঠনের তরফে সোমনাথ মজুমদার অভিযোগ করে বলেন ছাত্রদের পুরনো বই দেওয়ার চক্রান্ত চলছে এইগুলি চলবে না ছাত্রদেরকে নতুন বই দিতে হবে। তিনি আরো অভিযোগ করে বলেন আগে আমরা শুনতাম চাকরি চুরি , ত্রিপাল চুরি পোখরচুরি , এখন নতুন করে শুনলাম বই চুরি । তাই বই চুরি কান্দে যারা যদি তোর হয়েছে সে সকল অভিযুক্তদেরকে কঠোর শাস্তির দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছেন। অন্যদিকে শিক্ষক নেতা রঘুপতি মুখার্জি অভিযোগ করে বলেন এই সরকারের শাসন কারে বালি চুরি গরু চুরি মতন ঘটনা ঘটছে। এখন নতুন করে ছাত্রদের বই চুরি নতুন ঘটনা ঘটেছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলোয়াড় হচ্ছে তারই প্রতিবাদে তারা পথে নেমেছেন । তিনি বলেন যেসব অভিযুক্তরা এই চুরি কাণ্ডে জড়িত রয়েছে এবং যাদের অদৃশ্য হাথ এর মধ্যে রয়েছে। সকলকে গ্রেফতার করতে হবে। এই নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন।