অবতক খবর,৫ ডিসেম্বরঃ পাকা ধানের জমিতে জল দেওয়া কে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত গোলাম কুদ্দুস ও শেখ রেহেবুল হোসেন মামুদপুর এক নম্বর পঞ্চায়েতের গোয়ালডাঙ্গা কেনেরি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত কাল সকালে ধৃতরা নিজেদের সার্বমাসিবেল চালিয়ে বোরো ধানের বীজতলায় জল নিয়ে যেতে গিয়ে নাসের আলি মল্লিকের পাকা আমন ধান কেটে রাখা পাশের একটি জমি জলে ভর্তি হয়ে যায়। নাসের আলী মল্লিকের ছেলে ধৃতদের বলতে গেলে পাকাধানের জমিতে জল হওয়ার কারণ সেই ঘটনাকে কেন্দ্র করে উভয় জমি মালিকের মধ্যে বচসা ও মারপিটের ঘটনা ঘটে । নাসের মল্লিকের অভিযোগ তার ছেলেকে লাঠি শাবল দিয়ে প্রচন্ডভাবে মারধর করে নাকমুখ ফাটিয়ে দেয় ধৃতরা । তাকে আহত অবস্থায় মন্তেশ্বর কাদম্বিনী ব্লক হাসপাতালে নিয়ে এলে আঘাত গুরুতর থাকায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। এই ঘটনায় উভয় পক্ষই মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গত কাল সন্ধ্যায় দুই জুন কে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতদের আজ কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।