অবতক খবর, ৩০ সেপ্টেম্বরঃ বিগত দুই বছরের মতো এবারও গয়েশপুর আশ্বস্ত এন.জি.ও পালন করলো তাদের অভিনব বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আজ শুভ পঞ্চমী তিথিতে গয়েশপুর স্টেডিয়াম সংলগ্ন মাঠপাড়া প্রাইমারী স্কুলের মাঠে আয়োজন করা হয়েছিল 5 টাকার মেলা। এই মেলায় বিতরণ করা হয়েছে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পুরুষ,মহিলা, মেয়ে ও ছেলেদের নতুন পোশাক।

এছাড়া মাত্র 5টাকার বিনিময়ে দুপুরের আহার বিরিয়ানির ছিল সার্বজনীন আয়োজন। উল্লেখ্য অব্যবহৃত

পুরোনো পোশাক বিনামূল্যে পুরুষ মহিলা ও শিশুদের হাতে তুলে দেওয়া হয়।

এইবার নতুন একটি জুতোর স্টলও রাখা হয়েছিল যা আগেরবার ছিল না। বহু সংখ্যক মানুষ সংগ্রহ করেছে নতুন বস্ত্র পুজোর আগে।

সংস্থার সেক্রেটারি স্বপ্না মজুমদার জানান যে তাদের এই আয়োজন তৃতীয় বছরে পদার্পণ করল। শুরু হয়েছে 2020 সালের দুর্গাপূজার আগের থেকে।প্রতিবছরই দুঃস্থ মানুষদের হাতে জামাকাপড় তুলে দেওয়ার জন্যে তারা এই আয়োজন করে থাকেন। যাতে কোনো মানুষের মনে না হয় যে আমরা তাদের দান করছি বা দয়া দেখাচ্ছি। তাই মাত্র পাঁচটাকা মূল্য ধার্য্য করা হয়ে থাকে যাতে তাদের মনে হয় যে তারা নিজেরাই কিনে নিচ্ছেন আমাদের থেকে। 2020 সালে অর্থাৎ প্রথম বছর তাই এই মেলার নাম দেওয়া হয়েছিল ষাটের দশকের মেলা যাতে মনে হয় যে ষাটের দশকের মূল্যে কিনে নিচ্ছেন তারা তাদের পরিধেয় পোশাক পরিচ্ছদ।