আই প্যাক শব্দটি বঙ্গবাজারে এখন খুব চালু। এটা এখন জাল ফেলছে রাজনৈতিক বাজারে। অন্য দলের নেতাদের শাসক দলে ভেড়ানোর প্রলোভন দেখাচ্ছে বলে অভিযোগ। ভোটবাজি রাজনীতিরই এটি একটি বিশেষ রূপ।

পাঁক বা পিক
তমাল সাহা

টুকুন বলে, বাবা!
পি কে শব্দটা বাংলা না ইংরেজি?
তোর সব কথাতেই একটা কারসাজি!

আমার মনে হয় শব্দটা এসেছে
একটু ঘুরিয়ে বেঁকে
পাঁক অথবা পিক থেকে।

পি কে এখন
অন্য দলীয় লোক কেনাকাটায়
নাকি দিয়েছে মন!
এভাবে দিদিকে বাঁচাতে
পারবে তো পি কে বাপধন?