অবতক খবর,২৭ জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তৃতীয়বার সরকারে আসলে কৃষক বন্ধুদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে। আর জেলা পরিষদে কৃষি আধিকারিকদের উপস্থিতি ও কৃষি কর্মদক্ষ শাহনাজ বেগমের উপস্থিতিতে কোভিড বিধি মেনে অনুষ্ঠান করা হলো জেলা পরিষদ কনফারেন্স হলে। কৃষি কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম জানালেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি সহায়তা টোকেন। যেসব কৃষক আগে ২ হাজার টাকা পেতেন এখন পাবেন ৪ হাজার টাকা। যারা ৫ হাজার টাকা পেতেন তারা পাবেন ১০ হাজার টাকা। মোট ১২৩ কোটি টাকা দেওয়া হয়েছে, দু’লক্ষ টাকা করে কৃষকদের দেওয়া হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র যারা দিয়েছেন ব্লকে তারা নির্দেশমতো কাজ করছেন। দলমত নির্বিশেষে এখনো পর্যন্ত ৪ লক্ষ ৪০ হাজার কৃষক বন্ধু প্রকল্প, কৃষককে মৃত্যুকালীন সহায়তা করা হয়েছে ২৪ কোটি ৫০ লক্ষ টাকা, বারোশো পঞ্চাশ জনকে দেওয়া হয়েছে এবং যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেননি, তাদের নাম নথিভুক্ত করার জন্য বলা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি আধিকারিকেরা।