নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২২শে নভেম্বর :: উত্তর ২৪ পরগনা :: পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরনায় চতুর্থ বর্ষের জোনাল লেভেলের খাদি মেলা উত্তর ২৪ পরগনার জেলার মধ্যমগ্রামের সুভাষ ময়দানে  শুরু হল। শুক্রবার মেলার উদ্বোধন করেন গৌরীশঙ্কর দত্ত( সভাপতি, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ)।

এছাড়াও উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর ২৪ জেলা শাসক চৈতালি চক্রবর্তী, বীণা মণ্ডল, মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, তপনজ্যোতি দাস প্রমুখ। এই মেলা চলবে ২২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ২ থেকে রাত্রি ৮ পর্যন্ত । উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ জেলা এই মেলায় অংশগ্রহণ করেছে।

এছাড়াও খাদি শিল্প এর সঙ্গে যুক্ত বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারা এই মেলায় স্টল খুলেছেন তাদের উৎপাদিত জিনিস বিক্রি করার জন্য। মূলত খাদি সামগ্রীর বিপণনের দিগন্ত খুলে দেবার জন্য সারা রাজ্য জুড়ে সারাবছর জোনাল লেভেল খাদি মেলা অনুষ্ঠিত হচ্ছে।