অবতক খবর,২৫ মার্চ: পশ্চিমবঙ্গ রাজ্য আই সি ডি এস কর্মী সমিতির মুর্শিদাবাদ জেলা কমিটির কর্মী ও সহায়িকাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ বেলা দুটোর সময় জেলাশাসকের নিকট একটি ডেপুটেশন দেওয়া হয়। তারা বলেন তাদের মূল বিষয় এই সময় দাঁড়িয়ে দু’বছর যাবৎ প্যানটামিকে এই সেন্টার গুলি বন্ধ ছিল। ২০ তারিখে কেন্দ্রগুলো খোলার জন্য দপ্তর থেকে বলা হয় সেইমতো কেন্দ্রগুলো খোলা হয়। কোন পরিকাঠামো না থাকার কারণে দু’বছর ধরে বাচ্চাদের খাবার-দাবার রান্না করার জিনিসপত্র গুলো নষ্ট হয়ে যায়।

কিছু কিছু সেন্টার আছে যেগুলি গাছ তলায় হয় পরিকাঠামো নাই অথচ সরকার থেকে নির্দেশ দেয়া হলো বাচ্চাদের জন্য খিচুড়ি ডিম রান্না করতে হবে। সরকারি নির্দেশ মত 22 তারিখ থেকে প্রতিটি সেন্টার চালু হয়ে যায় কিন্তু বাচ্চাদের খাবার দাবারের ক্ষেত্রে আবাদের বেশকিছু সেন্টারে সেগুলি তৈরি করার মত কোন জিনিস পত্র নাই তাছাড়া বলে আমাদের যে বারোটি খাতা আছে সেই খাতাগুলি নিয়ে আমরা কাজ করি কিন্তু হঠাৎ সরকারি নির্দেশ দেয় যে প্রশান্ত টেগোরের ট্যাগ করতে হবে জেটি শিশুদের নাম মোবাইলের মাধ্যমে পাঠাতে হবে কিন্তু যে মোবাইল দেয়ার জন্য টাকা ভারতবর্ষের অন্য রাজ্যে যখন চালু হয়ে গেছে আমার রাজ্যে চালু হলো না কোথায় গেল সেই টাকা সরকার এই কাকা কি করেছেন আমরা জানতে চাইব অথচ কোন কিছু ঢাল তরোয়াল নাই সুপারভাইজার চাপ সৃষ্টি করছেন সমস্ত কাজ গুলি করবার জন্য তার বিরুদ্ধে আজ মাননীয় জেলা শাসকের নিকট বেলা দুটোর সময় ডেপুটেশন জমা দেয়া হয় বলে জানালেন জেলার সম্পাদিকা শিলা মন্ডল।