অবতক খবর,৭ আগস্ট: পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সকল সংগঠনের সমন্বয় সভা অনুষ্ঠিত হল। শনিবার বর্ধমান আদালত চত্ত্বরের একটি অনুষ্ঠান বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।রাজ্যের ১৯টি জেলার রেজিষ্ট্রি অফিসের দলীল লেখক সমিতির নেতৃত্বেরা উপস্থিত ছিলেন।রাজ্যের বিভিন্ন জেলায় দলীল লেখকদের বেশ কয়েকটি সংগঠন ছিল।এদিনের সভায় পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সকল সংগঠনের সমন্বয় সংগঠিত হল।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দলীল লেখক সমিতির সহ সভাপতি তথা বর্ধমান জেলা সম্পাদক হর কুমার ভট্টাচার্য,সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমিতির সদস্যরা অভিযোগ করেন রাজ্যের বিভিন্ন জেলায় রেজিস্ট্রি অফিসে আমলাদের মাদাতে দুর্নীতি চলছে।

হর কুমার ভট্টাচার্য বলেন ,এদিনের সভায় পশ্চিমবঙ্গ দলিল লেখকদের সমন্বয় সমিতি তৈরি হল।
তিনি বলেন, এতদিন সমিতির সদস্যদের মধ্যে বিচ্ছিন্ন ভাব ছিল।এদিনের সভায় ইতি আলোচনা হয়। আমাদের পেশাকে বাঁচানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।আরো বলেন, মা মাটি মানুষের সরকারের সঙ্গে সমন্বয় রেখে এগিয়ে যাবে।যাতে দলীল লেখকদের দাবি, দাওয়া আদায় করা যায়।এরপর বলেন, প্রতিটি জেলার নেতৃত্বদের নিয়ে কোর কমিটি গঠিত হবে।

হর প্রসাদ বাবু অভিযোগ করেন, আমলারা উৎকোচ নিয়ে রেজিস্ট্রি অফিসের মধ্যে অবাঞ্ছিত লোকজনের প্রবেশের মদত দিচ্ছে। যার ফলে গুরুত্বপূর্ণ কাগজ পত্র নষ্ট হচ্ছে হারিয়ে যাচ্ছে।এতে সাধারণ মানুষের মালিকানা স্বত্ব থাকছে না।