অবতক খবর,২৯ অক্টোবর,বাঁকুড়া:- পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে 10 দফা দাবি নিয়ে আজ CMOH দপ্তরে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল।

আজ বাঁকুড়ার তামলিবাঁধ থেকে মিছিল সহকারে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের মহিলা কর্মীরা মাচানতলা হয়েCMOH দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখায়। তাদের মূল দাবি ছিল অবিলম্বে আগস্ট-সেপ্টেম্বর 2021 বকেয়া উৎসাহ ভাতা প্রদান, সম কাজে সম বেতন প্রদান আশা কর্মীদের সরকার ঘোষিত 24 দিনের ছুটি , কবিতা তাছাড়া বছর চালু রাখতে হবে এই ভাতা 1000 টাকা বৃদ্ধি করতে হবে সেই সঙ্গে তাদের নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান করে। যদি তাদের এই দাবি দাবি না মানা হয় আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানায়।