পশু বিশেষজ্ঞ আমার মা / তমাল সাহা

মন্ত্রী বলেছে বাঘকে আর কতদিন জেলে আটকে রাখা যাবে? বাঘ ছাড়া পেলে শিয়ালেরা হুক্কা হুয়া হুক্কা হুয়া করে পালাবে। বাঘ বিলুপ্তপ্রায় প্রাণী বর্তমানে জেলে সংরক্ষিত আছে

পশু বিশেষজ্ঞ আমার মা
তমাল সাহা

কাল মায়ের জন্মদিন ছিল।
রাত একটু ঘন হয়ে এলে জ্যোৎস্না যখন জানালা দিয়ে ঢুকে পড়েছে, মা এলো।

আমি বলি, মা! ওরা যে আমাকে গরুর বাচ্চা বলে গাল দিলো, সে গালটা কার উদ্দেশে? গরুর, না বাচ্চার উদ্দেশে? গালটা আসলে কে খেলো?

মা বলে, আমি ও তুই দুজনেই খেলাম। আর শোন্, গরুর বাচ্চা কোনো খারাপ গালি নয়। গরুর উপকারিতা ছোটবেলা থেকে তুই যেমন জানিস অন্য সকলেও তেমনই জানে। এতে মনে দুঃখ পাবার কিছু নেই।

আমি বলি, যে লোকটা গরু পাচারের দায়ে অভিযুক্ত তাকে ওরা বাঘ বলেছে। বাঘ কিন্তু জেল খাটছে। মা, বাঘ হলে তো গরু খেয়েই ফেলতো, পাচার করতো কী করে!
মা বলে, আরে এ তো অমানুষ বাঘ। এই বাঘ গরু পাচার করে টাকা খায়।
মা,ওরা বলেছে বাঘকে আর কতদিন জেলে আটকে রাখা যাবে? ছাড়া পেলেই সে নাকি আবার ব্যাঘ্রতর হয়ে উঠবে!

মা বলে, সাহসিকতা বোঝাতে গেলে তো লোকে বাঘ নয়, বলে বাঘের বাচ্চা! তো বাঘ নয় বেরুলো, জেল খাটার পর তার সেই তেজ কি আর থাকবে? বাঘ তো বুড়ো হয়ে যাবে!
সে তো তখন সার্কাসের খেলা দেখানো বাঘ!

চাবুকটা তো তখন প্রকৌশলী ট্রেনারের হাতে থাকবে!
দুনিয়ায় প্রকৌশলী ট্রেনার কারা, তা তোকে নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না!