পশুপাখি কথা/তমাল সাহা

পশুপাখি কথা 

তমাল সাহা

পশুপাখিদের ফ্ল্যাট নেই

পশুপাখিদের খামার, বাগান বাড়ি নেই

পশুপাখিদের বাড়ি তেমন নয় যাতে কোটি কোটি টাকা লুকিয়ে রাখা যাবে

পশুপাখিরা নারী পাচার করে না

গরু পাচার করে না

পশুপাখিদের বালি খাদান কয়লা খাদান নেই

তারা পুকুর ভরাট করে না

 

পশুপাখিদের স্কুল কলেজ নেই

তারা লেখাপড়া করে না তবুও তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়

বাবুই পাখির কাছ থেকে আমরা বয়ন শিল্প শিখতে পারি

বাড়ি বানানোর কৌশল শিখতে পারি কিন্তু পশুপাখিরা কেউ প্রোমোটার নয়

ক্যাঙ্গারুর কাছ থেকে শিশু পালন শিখতে পারি

কাকেদের কাছ থেকে পরিবেশ সাফাই শিখতে পারি

পশুপাখিদের কেউ কোনোদিন বড় বড় বুকনি মারতে দেখেনি

কাটমানি খেতে দেখেনি

পশুপাখির মুখ থেকে কেউ কোনোদিন মিথ্যে কথা শোনেনি

পশুপাখিদের পুলিশ নেই

তারা নিজেরাই নিজেদের রক্ষক

পশুপাখিদের অস্ত্রাগার নেই কারণ তারা হিংসা জানে না

এখনো পর্যন্ত কেউ পশুপাখিদের মধ্যে বিশ্বযুদ্ধের কথা শোনেনি

হিরোশিমা নাগাসাকি বা ইউক্রেনের মতো

বোমা বিস্ফোরণের বিধ্বংসী তাণ্ডব দেখেনি

প্রাকৃতিক বিপর্যয়কেও সামলে দেয় পশুপাখিরা

কোনোদিনও ত্রাণ শিবিরে বা লঙ্গরখানায় আশ্রয় নিতে তাদের কেউ দেখেনি

 

পশুপাখিরা স্বাবলম্বী

অসহায় ভাবে কেউ কোনোদিন তাদের আত্মহত্যা করতে দেখেনি

 

পশুপাখিরা যৌনতা জানে

অশ্লীল শারীরিক নিগ্রহ তারা জানে না

কেউ কোনোদিনও দেখেনি কোন ধর্ষিতা পশু বা পাখির দেহ মাটিতে পড়ে আছে

পশুদের কাছ থেকে আমাদের গর্জন শেখা উচিত

পাখিদের কাছ থেকে আমাদের গান শেখা উচিত

পশু পাখিদের অসভ্যতা বলে কিছু নেই

তারা চিরকালই নগ্ন

আমরা পোশাক পরিধান করলেও

আমরা উলঙ্গ এবং অসভ্য