সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ১৫ মে ::     লকডাউনে আবদ্ধ, ইটভাটায় কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা সরকারি উদ্দ্যোগে বাড়ি ফিরছেন। গত বুধবার থেকে শুরু হয়েছে ঘরে ফেরা। আজ তার তৃতীয় দিন।

শীতলকুচি বিডিও অফিস সূত্রে জানা গেল, আজও ৫১টি বাস বিহারের বিভিন্ন ইটভাটা থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে শীতলকুচির উদ্দ্যেশে রওনা হয়ছে। আজ তৃতীয় দিনেও সকাল থেকে দুপুর ১২টা নাগাত ৩৬খানা বাস শীতলকুচিতে এসে পৌছায় ।

ইতিমধ্যে ১২০০ মানুষের শারীরিক পরীক্ষা করা হয়ে গেছে। শীতলকুচি হাসপাতালের স্পেশাল মেডিকেল ক্যাম্পে আজ উপস্থিত ছিলেন বি এম ও এইচ ডঃ শম্ভু অধিকারী, ডঃ উত্তম বর্মন। পুলিশের তরফেও হাজির ছিলো একটি টীম।

বিএমওএইচ বলেন, সময় একটু লাগলেও পরীক্ষা সবারেই হচ্ছে। এই মেডিকেল ক্যাম্প ২৪ ঘন্টাই খোলা থাকে। যে কোন সময় যে কোন গাড়ি এসে পড়লে সাথে সাথে শ্রমিকদের পরীক্ষা করিয়ে ছেড়ে দেওয়া হয়। ডঃ অধিকারী বলেন, পরীক্ষায় সকলেই সু্স্থ থাকায় সকলকে বাড়িতে যাবার অনুমতি দেওয়া হয়ছে। বাড়িতে যাবার অনুমতি পেয়ে সবাই খুশি ।