অবতক খবর , নদীয়া :     আজ সকাল ৮ টায় ফুলিয়া বয়রা ঘাটে পরিবেশ ভাবনা মঞ্চ এর ফুলিয়ার সদস্যদের পক্ষ থেকে অবিরল ও নির্মল গঙ্গার দাবীতে অনশনরত স্বামী শিবানন্দ সরস্বতীজীর সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয় ৷ এই সভায় EIA2020 বিল রদের দাবীও ওঠে ৷ কোভিড পরিস্থিতিতে উদ্বেগ জনক ভাবে নদীগর্ভে প্লাস্টিক বিসর্জন বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয় ৷ নদীর প্রবাহ অব্যাহত রাখা ও নদীকে বর্জ্য মুক্ত রাখ, নদী ভাঙন রোধ আজকের কর্মসূচীতে গুরুত্ব পেয়েছে ৷

এই সভায় উপস্থিত ছিলেন পরিবেশ ভাবনা মঞ্চের সভাপতি সুব্রত বিশ্বাস এবং পরিবেশ ভাবনা মঞ্চের যুগ্ম সম্পাদক সঞ্জিত কাষ্ঠ ও রঘুনাথ কর্মকার এবং স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী রথীন চক্রবর্তী মহাশয় ৷ অনুষ্ঠানটি ফুলিয়া বয়রা স্থিত স্বামীজী নেতাজী মিশনের আশ্রম সংলগ্ন গঙ্গা প্রান্তে অনুষ্ঠিত হয় ৷

গঙ্গা নদীর প্রবাহ অব্যাহত রাখার দাবিতে এবং নির্মলতা বজায় রাখার দাবিতে হরিদ্বারের কঙ্খল আশ্রমের যে দীর্ঘমেয়াদী সংগ্রাম, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সদস্যগণ সুচিন্তিত বক্তব্য পেশ করেন ৷ অনুবর্তী সভা আগামী ১৫ই আগস্ট বিকেল ৬ টা বেজে ৩০ মিনিটে শান্তিপুর ডাকঘর মোড়ে অনুষ্ঠিত হবে বলেই জানা যায় সাংগঠনিক সূত্রে৷