আজ পরিবেশ দিবস।ঈশ্বর তুমি দেখো বিশ্ব পরিবেশ।

পরিবেশ দিবস
তমাল সাহা

যুদ্ধ হিংসা দ্বেষ খেলা করে
রাষ্ট্রের মাথায়
কত শিশু খুন করলে গাজায়?
ধর্মের জিগিরে রক্তপাত ঘটে গেল দাঙ্গায়
নদীবাঁধ ভেঙে ফি-বছর খেতি
জলে ডুবে যায়
পাঁচ কোটি সুঁদুরি-চারা
রোপনের টাকা কারা খায়
জল জমি জঙ্গল বেচে দিচ্ছ তুমি
খাদান বানিয়ে বালি খনিজ
তুলে নিচ্ছ তুমি
অসহায় কাঁদে জন্মভূমি!

মানুষ দু’মুঠো ভাতের জন্য
হাতগুলো উপরে তুলে নিরুপায়
খোদার কাছে ছুটে যায়…
প্রতিবছর
পরিবেশ দিবস! পরিবেশ দিবস! পরিবেশ বাঁচাও–বলে কোন বজ্জাতেরা চ্যাঁচায়?

এইসব লোকদেখানো স্লোগান তুলে
পৃথিবীকে ভালোবাসা যায়!