অবতক খবর,২১ ডিসেম্বর: রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দুই মাস ব্যাপী সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প পালন করা হচ্ছে।এই প্রকল্পের মাধ্যমে পথ চলতি মানুষ থেকে শুরু করে বাইক চালক এবং অন্যান্য গাড়ি চালকদের পথ নিরাপত্তার উপরে সচেতন করা হচ্ছে।

পাশাপাশি ট্রাফিক আইনের সম্পর্কে বোঝানো হচ্ছে।সেই মতাবেক এবারে পথ নাটিকার মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফের উপরে সেচেতনতা মূলক প্রচার চালানো হল উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে। এদিন ইসলামপুর থানার উদ্যোগে ইসলামপুর পুর বাস স্টেন্ডের সামনে পথ নিরাপত্তার উপরে সচেতনতা মূলক প্রচার করা হয়।বিশেষ করে বাইক চালানোর সময় কি কি নিয়ম মানা হয় তা তুলে ধরা হয় পথ নাটিকায়।