অবতক খবর,  জলপাইগুড়িঃ হলদিবাড়িতে হুজুর সাহেবের মেলায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন ৪জন। আহতদের মধ্যে দু’জন কিশোরীও রয়েছে। আহতরা প্রত্যেকেই কোচবিহারের পুণ্ডিবাড়ি এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির পাহাড়পুর মোড় সংলগ্ন জাতীয় সড়কে। আহতদের মধ্যে রেয়াজউদ্দিন মিয়াঁ এবং নূরুদ্দিন মিয়াঁ নামে দু’জন আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুই কিশোরীর আঘাত গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে একটি পিকআপ ভ্যানে করে পুণ্ডিবাড়ির ২০ জন বাসিন্দা হলদিবাড়িতে হুজুর সাহেবের মেলায় যাচ্ছিলেন। পাহাড়পুর সংলগ্ন জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ওই দুই ব্যক্তি গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। দুর্ঘটনায় বাকি দুই কিশোরীও আহত হয়। তবে তাদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জাতীয় সড়কে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি ডাম্পারটিকেও আটক করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ।