পথশ্রী প্রকল্পের সূচনার দিনে দোগাছিয়া গ্রামীণ রাস্তার শুভ উদ্বোধন করলেন মামুদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অশোক হালদার

অবতক খবর,২৮ মার্চ : সিঙ্গুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে প্রায় ১২ হাজার কিলোমিটার রাস্তার নির্মাণ পুনরনির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের সূচনা হলো মঙ্গলবার। সেই উদ্বোধনের পর ব্যারাকপুর ব্লক একের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের নয়টি রাস্তা পুনর্নির্মাণ হবে। তার পাশাপাশি আজ দোগাছিয়া গ্রামের রাস্তাটিও উদ্বোধন করলেন মামুদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা প্রবীন শিক্ষক অশোক হালদার।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার সমাজসেবী হিসাবে খ্যাত কৃষ্ণ রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মামুদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অশোক বাবু জানান, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই রাস্তাটি হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে।