অবতক খবর,২৮ মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্যজুড়ে শুরু হয়েছে পথশ্রী প্রকল্প। রাজ্যের প্রায় ১২ হাজার কিলোমিটার রাস্তার নির্মাণ পুনরনির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য সিঙ্গুর থেকে পথশ্রী বা রাস্তাশ্রী প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন তিনি। সেই উদ্বোধনের পর ব্যারাকপুর ব্লক এক পঞ্চায়েত সমিতির পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামীন রাস্তার উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার উপ মুখ্য সচেতক তথা ব্যারাকপুর-দমদম জেলার সভাপতি তাপস রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম।