অবতক খবর,২১ মার্চ,দেবব্রত মন্ডল,বাঁকুড়া:- ফের বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা ,পথদুর্ঘটনায় মৃত এক গৃহশিক্ষক। গৃহ শিক্ষকের নাম মহান্ত বয়স 78 বছর। বাড়ি মেজিয়ার নগরডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতো তিনি রবিবারও সন্ধ্যা সাতটা নাগাদ স্থানীয় সীতাডাঙ্গাল গ্রাম থেকে গৃহশিক্ষকতা করে সাইকেলে চড়ে নিজের গ্রামের বাড়ি ফিরছিলেন।

সেই সময় জামকুড়ি মোড় এলাকায় কোনো এক অজ্ঞাত যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় এই গৃহশিক্ষক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষজনেদের ভীড় জমতে শুরু করে দুর্ঘটনাস্থানে। তারা মৃতদেহ কে ঘিরে রেখে বিক্ষোভ শুরু করেন। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়ক এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে মেজিয়া থানার পুলিশ পৌঁছালে বিক্ষোভের মুখেও পড়েন পুলিশকর্মীরা।মৃতার পরিবারকে  সঠিক ক্ষতিপূরণ এবং ঘাতক গাড়িটিকে আটক করার দাবি কে সামনে রেখে মৃতদেহ ঘটনাস্থলে ফেলে রেখেই চলে বিক্ষোভ। দীর্ঘক্ষন আলাপ-আলোচনার পর পুলিশি আশ্বাসে অবশ্য অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয়ে যান চলাচল।