অবতক খবর,৩০ ডিসেম্বরঃ পঞ্চায়েত অফিস ঘেরাও নিয়ে তুলকালাম রানীনগরের কালীনগর-১ পঞ্চায়েত অফিসে।আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়াই এবং যোগ্যদের বদলে যাদের দোতলা তিনতলা,বাড়ি পাওয়ার বিরুদ্ধে মুর্শিদাবাদের রানীনগর-২ ব্লকের কালিনগর-১ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। আজ শুক্রবার সকালে রানীনগর থানার কালীনগর-১ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর রানীনগর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে।

গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত অফিস থেকে আবাস যোজনার তালিকা থেকে আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা গরীব মানুষ। আমরা কাঁচাবাড়িতে বসবাস করি। এমনকি কংগ্রেস এবং সিপিআইএম করার জন্যও অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা আবাস যোজনার জন্য তৃণমূল নেতাদের কাটমানি দিয়েছে তারাই ঘর পেয়েছে বলেও বিষ্ফোরক অভিযোগ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত বিডিও না আসবে,ততক্ষন পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে। গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষে রানীনগর থানার আরোও বিরাট পুলিশ পৌঁছেছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি এখনো যথেষ্ট উত্তেজনাপূর্ণ রয়েছে।