পঞ্চায়েতি রাজ
তমাল সাহা

এক) দীর্ঘশ্বাস

এখনই উত্তপ্ত বাতাস
সামনে জুলাই মাস
তার আগেই নেমেছে সন্ত্রাস।

কার ঘরে হবে সর্বনাশ
কড় গুণে গুণে নেবে লাশ
জমা হতেছে দীর্ঘশ্বাস।

দুই) গণতন্ত্র জেগে

নির্বাচন তো পরে
মনোনয়নপত্র জমা দাও আগে!
কে কীভাবে জমা দেবে?
আগ্নেয়াস্ত্র হাতে গণতন্ত্র জেগে।

তিন) ক্ষমতা

এই সময়েই তো ক্ষমতা
বাইকে চেপে ঘোরে।
নিতম্ব সেঁটে গদিতে
হাত আছে আগ্নেয়াস্ত্র ধরে।

দলহীন গণতন্ত্র চাই
আমরাই একমাত্র দল।
ফুলচাঁদ শেখ খুন হয়ে গেল
রাত্রিতে ঝড় জল!

চার) লাশ

তাহলে কী হবে আমাদের
আমরা গাঁয়ের মানুষ খেটেখুটে খাই?
উঠোনে রেখে লাশ
বলবো পঞ্চায়েত চাই?

পাঁচ) মানে

ভোট মানেই যদি হয় লাশ
তবে নির্বাচনের জন্য কেন এত উল্লাস?