অবতক খবর,১৪ জুলাইঃ নৈহাটি তিন নম্বর বিজয়নগর প্রফুল্ল সেন গার্লস হাই স্কুলের দ্বিতীয় বর্ষের বর্তমান ও প্রাক্তনী ছাত্রীদের পাশাপাশি অভিভাবিকা সহ শিক্ষিকাদের উদ্যোগে স্বেচ্ছায় এক মহতি রক্তদান শিবির স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো।

উক্ত মহতি রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান অনুষ্ঠানের ফাঁকে প্রচার মাধ্যমের মুখোমুখি হয়ে উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা শর্বরী মুখার্জী জানান এই রক্তদান অনুষ্ঠানের পাশাপাশি আগামী দিনে নৈহাটির বুকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনার জন্য আলোচনা সভার আয়োজন করা হয়েছে।