অবতক খবর,২৩ ফেব্রুয়ারিঃ  রাজ্যের মাধ্যমিক ২০২৩ এ পরীক্ষার প্রথম দিনে নৈহাটি বিধানসভার অন্তর্গত নৈহাটি প্রফুল্ল সেন গার্লস হাই স্কুল সহ সব স্কুলেই করা পুলিশের নিরাপত্তার ঘেরাটোপের মাধ্যমে নির্বিঘ্নে শুরু হল। পরীক্ষা কেন্দ্রগুলোতে এবারের ছিল ১৪৪ ধারা জারি। স্কুলে আগত পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার আগেও এক ঝলক বইয়ের দিকে নজর রাখতে দেখা যায়। পরীক্ষার্থীদের গলায় তাদের এই প্রথম বোর্ড পরীক্ষায় ভীতসন্তস্ত্র থাকলেও তারা কিন্তু আশাবাদী পরীক্ষায় সফলতা পাবে।

অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে সামনে থাকা নৈহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের পৌর পারিষদ সদস্য কানাইলাল আচার্য জানান এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য পুলিশি ব্যবস্থা যথেষ্ট কড়া ভাবে নেওয়া হয়েছে। তার পাশাপাশি পরীক্ষা কেন্দ্র গুলিতে বোর্ড নির্ধারিত পরীক্ষার্থীদের জন্য কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে।