অবতক খবর,৩০ জুলাইঃ নৈহাটি পৌরসভা পরিচালিত মা ক্যান্টিন টি গত ২৪শে মে ২০২১ শে শুভারম্ভ হওয়ার দিন পর থেকেই পৌরপ্রধান অশোক চ্যাটার্জির উদ্যোগে দীর্ঘ দুই বছর কাটিয়ে উঠে তৃতীয় বছরে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের দু মুঠো অন্যের ব্যবস্থা করে আসছে। প্রতিদিন সহ ছুটির দিনেও নিত্যনতুন রকমারি রান্নার সম্ভার এনে প্রতিনিয়ত দরিদ্র মানুসদের সেবা করে আসছে। নৈহাটি পৌরসভা পরিচালিত এই মুহূর্তে মা ক্যান্টিনের দুটি ইউনিট বিদ্যমান। প্রতিদিন নিত্য নতুন রকমারি রান্নার সম্ভার হিসেবে রবিবার বাঙালির প্রিয় ইলিশ মাছের ঝোল ও ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি, ডাল সহ ভাতের ডালি দরিদ্র মানুষদের হাতে পৌরপ্রধান তুলে দিলেন। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে পৌরপ্রধান অশোক চ্যাটার্জি জানান গ্রহীতাদের হাতে খাবার তুলে দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমনকি খাবারের গুণগত মান সহ সাদ পৌর প্রধান টেস্ট করে দেখেন। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট।