অবতক খবর, নৈহাটি: শুক্রবার নৈহাটি পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডে গরুর ফাঁড়ি রেলওয়ে মন্দির বাজারে নৈহাটি পৌরসভার পক্ষ থেকে দূষণ প্রতিরোধের কারণে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে প্লাস্টিক বর্জন করার আবেদনের মাধ্যমে নৈহাটি পৌরসভার পক্ষ থেকে চটের ব্যাগ বিলি করা হয়। কর্মসূচিতে  উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী, স্বাস্থ্য ও জঞ্জাল বিভাগের পারিষদ সনৎ দে, এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ভারতী সাহা।

বাজারে ক্রেতা ও বিক্রেতাদের প্লাস্টিক না ব্যবহার করার পরামর্শ দেন তারা। কারণ প্লাস্টিকের কোন মৃত্যু নেই। এই  প্লাস্টিকের মাধ্যমে পরিবেশ বিপন্ন হবে। এক প্রশ্নের উত্তরে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী জানান, প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করার জন্য এই কর্মসূচি চলবে। তাতেও যদি মানুষ সচেতন না হয় তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ যারা প্লাস্টিক ক্যারি-ব্যাগ ব্যবহার করবেন ও দেবেন তাদের প্রত্যেককে ফাইন এর আওতায় নেওয়া হবে বলে পৌরপ্রধান জানান।  এ ব্যাপারে ক্রেতাদের মধ্যে খুব উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে।যারা ব্যাগ পাচ্ছেন তারা অন্য ক্রেতাদের মধ্যে প্লাস্টিক বর্জন করার কথা ছড়িয়ে দেবেন বলে ক্রেতাগণের পক্ষ থেকে জানানো হয়েছে।