অবতক খবর,২৯ মেঃ নৈহাটি জিআরপির উদ্যোগে ট্রেন যাত্রীদের হারিয়ে যাওয়া মোট ৪১টি মোবাইল ফোন সোমবার বিকালে উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হলো। খুব অল্প সময়ের মধ্যে মোবাইল ফোন গুলি হাতে পেয়ে প্রাপকেরা খুব উৎফুল্ল তার পাশাপাশি নৈহাটি জিআরপির এই কর্মকাণ্ডকে ধন্যবাদ দিতেও বাদ দেয়নি। উক্ত মোবাইল ফোন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারিনটেন্ট অফ রেলওয়ে পুলিশ আই পি এস জে.মারসি ,ডিএসপি রানাঘাট জোনের নরেন্দ্রনাথ দত্ত নৈহাটি জিআরপির ইন্সপেক্টর ইনচার্জ বাসুদেব মল্লিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।

পুলিশ আধিকারিকরা মোবাইল ফোন উদ্ধার করা গ্রাহকদের হাতে একে একে তুলে দিলেন । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআরপি জে.মারসি জানান এই ধরনের নৈহাটি জিআরপির কাজ কে ধন্যবাদ জানান তার পাশাপাশি আগামী দিনে সংরক্ষিত মহিলা সংরক্ষিত কামরায় পুরুষ যাত্রীদের ভ্রমণের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান।