অবতক খবর : আজ নৈহাটি মহেন্দ্র স্কুলে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির এবং দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টনের অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি হয় নৈহাটি চক্র তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাকিল আখতার এবং কার্যকারী সভাপতি রাজীব বিশ্বাস এবং সৌরভ সাহার উদ্যোগে। এই মহতী রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এর চেয়ারম্যান দেবব্রত সরকার। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দেবজ্যোতি ঘোষ, নৈহাটি পুরসভার সনৎ দে, কানাই লাল আচার্য, ভজন মুখার্জী, শিক্ষক নেতা গৌতম ঘোষ, সায়ন্তন চক্রবর্ত্তী, রাজীব বিশ্বাস।

এই অনুষ্ঠানে ২০০ দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। চক্রের ৫৩ জন শিক্ষক-শিক্ষিকা এই অনুষ্ঠানে রক্তদান করেছেন। এই চক্রের সংগঠনের কার্যকরী সভাপতি রাজীব বিশ্বাস বলেন “দীর্ঘ চার বছর ধরে নৈহাটি তৃনমূল প্রাথমিক শিক্ষক সংগঠন দুর্বল ছিলো, বিগত ফেব্রুয়ারি মাসে নতুন কমিটির উপর দায়িত্ব অর্পণ করেন সংগঠনের জেলা সভাপতি। তার পরে সংগঠনের পক্ষ থেকে যেরকম ভাবে ভোটের প্রচার কর্মসুচী করা হয়েছে, একই ভাবে ভোট পরবর্তী সময়ে মানুষের জন্য সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই রকম কাজ আগামী দিনে আরো বেশি করে হবে।”