অবতক খবর,১৯আগস্টঃ ১৫ই আগস্ট নৈহাটি ঐকতান মঞ্চে আয়োজিত হল কাঁচরাপাড়ার ভূমিপুত্র আপাদমস্তক নাট্যকর্মী সুমিত বিশ্বাসের স্মরণ সভা।

সভায় নাট্যকার নাট্যনির্দেশক চন্দন সেন, তীর্থঙ্কর চন্দ সুমিতের নাট্যকর্ম এবং তৃতীয় ধারার নাট্য শৈলী, অঙ্গন মঞ্চের ভূমিকা নিয়ে বিশদ বক্তব্য রাখেন।

সুমিতের নাট্যচর্চা এবং নাট্য কর্মকাণ্ড নিয়ে একটি আলোকচিত্রের প্রদর্শনী এবং চলচ্চিত্র প্রদর্শিত হয়। সুমিতের নাটকের বিভিন্ন পান্ডুলিপিরও একটি প্রদর্শনীর আয়োজন করেন উদ্যোক্তারা।

শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে সুমিতের লেখা নাটক স্বপ্নপূরণ মঞ্চস্থ করে ফিনিক। নির্দেশনায় ছিলেন কনক মুখোপাধ্যায়।

সংগীত নাট্য অ্যাকাডেমী রাষ্ট্রীয় সম্মানে ভূষিত সার্কেল থিয়েটার কর্ণধার বাপী বোসকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কেন সুমিত? এই প্রসঙ্গে বাপী বোস তাঁর বক্তব্যে বলেন,”আমি এই জনপদের ভূমিপুত্র। দিল্লীবাসী হলেও এই উদ্যোগ নেওয়া ছিল আমার একটা দায় ও দায়িত্ব এবং কর্তব্য।”

এই আয়োজনের মূল ভূমিকায় সহায়ক হিসেবে ছিলেন ফিনিক কাঁচরাপাড়া। বিভিন্ন নাট্য সংস্থার কর্মীরা তো বটেই, বহু বিদগ্ধ নাট্য প্রেমীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এই আয়োজনটির মূল আয়োজক ছিলেন সার্কেল থিয়েটার,নিউ দিল্লী।