অবতক খবর,৩ মেঃ মঙ্গলবার সকালে নৈহাটি লিচুবাগান গঙ্গার ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে দুই স্কুল ছাত্র একজন নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভম দে অপর আর একজন নৈহাটি মহেন্দ্র হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সুজয় সাউ জলে ডুবে যায়। সঙ্গে আট টা পর্যন্ত বহু খোঁজাখুঁজি পরেও দুজনের দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ প্রশাসন।

যদিও সকাল থেকে উক্ত গঙ্গার ঘাটে তদারকিতে হাজির ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিক সনৎ দে। সন্ধ্যায় দুই ছাত্রের অভিভাবকদের সঙ্গে দেখা করতে বারিতে আসেন রাজ্যের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বিজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী সহ নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে।

বাড়ির থেকে বের হবার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানান এই ঘটনার ব্যাক্ত করার কোন তার ভাষা নেই। সর্বদাই তারা দুই ছাত্রের পরিবারের পাশে আছে।