নেশা মুক্ত করার লক্ষ্যে বড় ধরনের সাফল্য পেল কাঞ্চনপুর মহকুমা পুলিশ

অবতক খবর,১৮ জানুয়ারি,কাঞ্চনপুর: নেশা মুক্ত করার লক্ষ্যে বড় ধরনের সাফল্য পেল কাঞ্চনপুর মহকুমা পুলিশ অফিসার অভিনাশ রায় আই পি এস । গাজা বিরোধী এবং বিভিন্ন নেশা সামগ্রী বিরোধী অভিযানের কাঞ্চনপুর পি এস বিভিন্ন সময় তাদের নিজের তৎপরতায় এগিয়ে রয়েছে । তাতে বড় ধরনের সাফল্য বিভিন্ন সময়ে আজ মথুরাপাড়া এলাকায় 25000 গাঁজা গাছ খাস জমির উপর গড়ে ওঠা এই গাজার বাগান পুলিশের আওতায় নিয়ে এসে তা নষ্ট করে দেওয়া হয় ।

জানা যায় পুলিশ নেশামুক্ত অভিযান এর অন্তর্গত কাঞ্চনপুর ফরেস্ট এবং টি এস আর সহ বিএসএফ পানিসাগর একটি যৌথ অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয় ।

জানা যায় তাতে 6টি প্লটে 5 একর জায়গা মোট 25000 গাঁজা গাছ রয়েছে । বাজার মূল্য কয়েক লক্ষ টাকার অধিক পুলিশ চেষ্টা করলেও মালিকদের ধরতে পারেন নি । বর্তমান সরকার নেশার ওপর গুরুত্ব দেন বলে জানা যায় । এই ধরনের অভিযান আগামী দিন জারি থাকবে বলে জানা যায় । এখন স্পটে গাঁজা গাছ কাটা হচ্ছে ।