অবতক খবর,২২ জানুয়ারি: রাত পোহালেই নেতাজির জন্ম জয়ন্তী, এ বছরে 125 তম বর্ষ। করোনার কারণে কিছুটা স্তিমিত হলেও নেতাজি আবেগ অহংকার প্রতিটি ভারতের নাগরিকের মধ্যে। তাইতো প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ম ঝড় উঠেছিলো সম্প্রতি, ঝড়ের দাপটে নিভে গেলো অমরজ্যোতি।

পাড়ার ক্লাব বারোয়ারি হোক বা শিক্ষাপ্রতিষ্ঠান সাজ সাজ রব সর্বোত্র। সরকারি দপ্তর প্রতিষ্ঠানে অফিস-আদালত সবক্ষেত্রেই ব্যস্ততা অন্তিম লগ্নে। শান্তিপুর পৌরসভার সহকারি পৌর প্রশাসক শুভজিৎ দে কাজের ফাঁকে ডাকঘর মোড়ে অবস্থিত নেতাজির মূর্তি পরিষ্কারের জন্য দেওয়া দায়িত্ব খতিয়ে দেখছেন। জানালেন পৌরসভার কর্মসূচি।