নেতাজির সঙ্গে কথা / তমাল সাহা

নেতাজির সঙ্গে কথা
তমাল সাহা

দুপুর বারোটার সময় যখন শঙ্খধ্বনি করছিল মায়েরা
নেতাজি আমাকে ডেকে বলে, ঘরে না ফিরে ভালোই করেছি বল?
আবার তো পাততাড়ি গোটাতেই হতো, হাতে নিয়ে লোটা কম্বল!

ব্রিটিশ তাড়াতে করেছিলাম আজাদ হিন্দ ফৌজ গঠন
ফিরে এসে দেখতাম, সবাই তো ঘরশত্রু বিভীষণ।
ঘরের শত্রুর সঙ্গে লড়া কি সহজ?
এই কালবেলায় কাজ করতো কি আমার মগজ!
বৈচিত্রের এই দেশ। ধর্মদ্বেষের বীজ এরা ছড়াতে চায়
এখন এদের সঙ্গে কি করে লড়তাম হায়!

ক্ষমতার দালাল এরা। চোখে ভাসে শুধু মসনদ মধ্যরাত্রে স্বাধীন হয়েছে দেশ।
এখন এরা বেচে দিচ্ছে সব
পরাধীন হয়ে থাকাটাই তো ছিল ভাল বেশ!