এই হাড়হিম শীতে
আবার আগুন জ্বালাতে হয় নাকি!
তোমার কথা মনে করলেই সব শীত চলে যায়
কাল তোমার জন্মদিন আমাকে আগাম ভাবায়!

নেতাজির প্রতি / তমাল সাহা

হাড়হিম শীতে তুমি জন্মেছিলে বুঝি
হয়রান হয়ে তোমার মৃত্যুদিন খুঁজি!

খুঁজি কেন তার পেছনেও কারণ আছে
একটু রোসো, খোলসা করে বলছি পাছে।

সব মনীষী বছরে দুবার মালা পায়
তুমি হতভাগ্য বীরপুরুষ বছরে একবারই মালা জোটে।
কারণ তোমার মৃত্যুদিন জানা যায়নি কো মোটে।

আমার ঘরে তোমার ছবি এবং তরুণের স্বপ্ন বইটি আছে।
সেই দিন আমি ওই বইটি হাতে তুলে নিই
তোমার মূর্তির দিকে চেয়ে থাকি!
খুব ভয় হয়, আমার এই নোংরা হাতে
তোমাকে মালা দেওয়া যায় নাকি?

তোমাকে মালা দেবার যোগ্য আছে নাকি কেউ এই ভূভারতে?
বরাহ নন্দন নেতারা কোন স্পর্ধায় মালা তুলে নেয় এই কামাইবাজি হাতে!

নির্বোধ আমি, পরে ভাবি তোমার মৃত্যুদিন কী করে হয়?
ক্যালেন্ডারও লজ্জা পায়, তুমি তো মৃত্যুঞ্জয়!

© তমাল সাহা