অবতক খবর,১২ জুন: পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের মহাকুমা হাসপাতাল বহির্বিভাগ এর মাঠ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। কাঁথি শহরে প্রতিবাদ কর্মসূচিতে কয়েক হাজার সংখ্যালঘু মানুষ উপস্থিত হয়েছেন। প্রত্যেকের হাতে রয়েছে প্রতিবাদী প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা।


প্রত্যেকে সামিল হয়েছেন ও প্রত্যেকে প্রতিবাদের ভাষা জানাচ্ছেন তাদের যে নবী রয়েছে তাকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা কোন প্রকার মুসলিম সম্প্রদায়ের মানুষ মেনে নেবেন না। তার সাথে সাথে একহাত নেন নরেন্দ্র মোদির ভূমিকা নিয়েও, আরও দাবি করা হয় এই মিছিল থেকে অবিলম্বে নুপুর শর্মাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে কঠোর শাস্তি দিতে হবে এই মিছিল এর মূল উদ্দেশ্য।

তারা মানুষকে শান্তির বার্তা দেবেন এই মিছিল থেকে কোন প্রকার কোন মানুষ কোন ব্যবসায়ী পথচলতি মানুষ অ্যাম্বুলেন্স কারোর যেন কোনো সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে ব্যাপক পুলিশ বাহিনী ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে।