নিয়মমাফিক কাজ ও উৎসাহ ভাতার দাবিতে মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় অবস্থান বিক্ষোভ আশা কর্মীদের

অবতক খবর,২২ নভেম্বর,মেখলিগঞ্জ: করোনার এই সংকটকালীন পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই আশাকর্মীদের অবদান সম্পর্কে অবগত l করোনার ভ্যাকসিন থেকে শুরু করে,পোলিও প্রতিরোধ এবং মাতৃ মৃত্যু ঠেকাতে, ঝড় জল, বৃষ্টি কে উপেক্ষা করে, সর্বত্র ছুটে গিয়েছেন আশাকর্মীরা l এবার সেই আশাকর্মীরাই আন্দোলনে নামলেন l কারণ, ঠিক মতো বেতন পাচ্ছেন না তারা l এমনকি রুটিন মাফিক কাজের বাইরেও বলপূর্বক তাঁদের উপর বাড়তি কাজের বোঝা চাপিয়ে দিচ্ছেন স্বাস্থ আধিকারিকরা l

করোনার এই সংকৎকালীন পরিস্থিতিতে বেতনের পাশাপাশি, উৎসাহ ভাতা পর্যন্ত পাননি তারা l মূলত এই সমস্ত বিষয় তুলে ধরবার জন্যেই আজ মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন, মেখলিগঞ্জ ব্লকের, সমস্ত আশা কর্মীরা l আজকের এই আন্দোলনের পাশাপাশি মেখলিগঞ্জ ব্লক স্বাস্থ আধিকারিকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন তারা l যাতে, আশাকর্মীদের সমস্ত সমস্যার কথা তুলে ধরা হয় l এবং সেই সেই সমস্ত সমস্যার সমাধান চান তারা l অবশ্য এ বিষয়ে সাংবাদিকদের কোনোরকমের
প্রতিক্রিয়া দেননি l মেখলিগঞ্জ ব্লক স্বাস্থ আধিকারিক l