অবতক খবর,২৭ নভেম্বরঃ বনগাঁ বাগদা রাজ্য সড়কের উপর হেলেঞ্চাতে পুরনো কালভার্ট ভেঙ্গে নতুন কালভার্ট তৈরির কাজ শুরু হয়েছে ২-৩ মাস আগে , কালভার্টের এক পাশের কাজ সম্পূর্ণ হবার পরে অন্যপাশের কাজ শুরু করে আজ থেকে নতুন পাসের উপর দিয়ে যান চলাচল শুরু হয় । সকাল থেকে কাজ শুরু হওয়ার পরেই নতুন অংশের উপর দিয়ে বাগদার দিকে যাবার সময় একটি বালি বোঝাই লরি ডেবে যায় । ব্যাহত হয় যান চলাচল । এলাকার সাধারণ মানুষের দাবি কালভার্ট এর কাজ ধীরগতিতে করার কারণেই সমস্যায় পড়তে হচ্ছে সকলকে ।

ঘটনাস্থলে পৌঁছেছে বাগদা থানার পুলিশ । পুরনো অংশের উপর দিয়েই নতুন করে যান চলাচল শুরু হয়েছে ।