অবতক খবর, নয়াদিল্লি : দিল্লি নির্ভয়া কাণ্ডের চার অপরাধীর ফাঁসি নিয়ে টানাপোডেন অব্যাহত। দিল্লি নির্ভয়া কাণ্ডের চার অপরাধীর মধ্যে  দোষী মুকেশ সিংএর আর্জির পরিপ্রেক্ষিত আজ দিল্লি হাইকোর্ট তিহার জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে। আপাতত ফাঁসি স্থগিত থাকছে।  সরকারি আইনজীবীরা জানিয়েছেন, রাষ্ট্রপতি যেহেতু প্রাণভিক্ষার আর্জি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি,  তাই এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী ফাঁসির সাজা হওয়ার ১৪ দিন পরে ফাঁসি কার্যকর করতে হয়।  সরকারি আইনজীবীরা জানিয়েছেন, ফাঁসির রায় দেওয়ার পর ফের নতুন করে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড কার্যকরকরার জন্য আবেদন করতে হয়।