নির্বোধ কবি/তমাল সাহা

নির্বোধ কবি
তমাল সাহা

রাষ্ট্রীয় সন্ত্রাসে মানুষ চুপ কেন
কবি দেয় খুব গালি।
নির্বোধ কবি বিজ্ঞান জানেনা
শুধু তার শব্দের চতুরালি।

আরে বিজ্ঞান বলে খাপ খাইয়ে নাও
একে বলে অভিযোজন।
গিরগিটিকে রং পাল্টাতে দেখোনি কো
তুমি জানো না এর কারণ?

কানের দুল সোনালী চুল
নীল সাদা গেরুয়া বাহিনী মস্তানি পাড়ায়।
তুমি হিম্মত দেখাবে নাকি
কত জোর আছে শিরদাঁড়ায়!

প্রতিবাদী!
বেফালতু প্রাণ দেবে কোন কারণে?
বিজ্ঞান সত্য,
পাল্টে নাও নিজেকে অভিযোজনে।