নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে ইটাহার ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন ব্যবস্থা পরিদর্শনে এলেন সোমবার জেলা যুগ্ম কনভেনর

অবতক খবর,২০ মার্চ,ইটাহার: নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে ইটাহার ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন ব্যবস্থা পরিদর্শনে এলেন সোমবার জেলা যুগ্ম কনভেনর। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ৮টি উচ্চ মাধ্যমিক পরিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন জেলা আধিকারিক প্রসূন কুমার দত্ত।

জানা যায়, এই বছর ইটাহার ব্লকে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী২৩৯৯ জন। এদিন ইটাহার ব্লকের ইটাহার উচ্চ বিদ্যালয়, শিবরামপুর, চূড়ামণ ও ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় সহ ব্লকের ৮ টি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন জেলা আধিকারিক। ইটাহার ব্লকের শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হুসেনকে সঙ্গে নিয়ে এদিন জেলা যুগ্ম কনভেনর ইটাহারের বিভিন্ন স্কুল ঘুরে দেখেন। একই সাথে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে পরীক্ষা পরিচালন ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখে কোথাও কোন সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ক খোঁজ খবর নেন। পাশাপাশি খতিয়ে দেখেন পরিক্ষা কেন্দ্র গুলিতে সিসিটিভির দ্বারা নজরদারী চালানোর ব্যবস্থা।

মূলত, সমগ্র জেলার পাশাপাশি ইটাহার ব্লকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে এবং সরকারি নির্দেশিকা মেনে পরিচালনা করতেই রাজ্য উচ্চ মধ্যমিক শিক্ষা পর্ষদের নির্দেশে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন বলে জানাযায়। কোন পরীক্ষার্থী ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে এদিন মেটাল ডিরেক্টর নিয়ে বিভিন্ন পরিক্ষাকেন্দ্র পরিদর্শন করতে দেখাযায় জেলা যুগ্ম কনভেনর প্রসুন কুমার দত্তকে।