অবতক খবর, সৌম্যজিৎ চট্টোপাধ্যায় ,পূর্ব মেদিনীপুর :- দীর্ঘ আট মাস পর আজ থেকে চালু হল লোকাল ট্রেন পরিষেবা। দিনের আলো ফুটতেই শুরু হয় জীবিকা নির্বাহের জন্য নিত্যযাত্রীদের পথ চলা।

 

সকাল থেকেই টিকিট কাউন্টারে ভীড়।কখন আসবে ট্রেন তার অপেক্ষায় রয়েছে যাত্রীরা। তমলুক রেল পুলিশ এবং তমলুক থানার পক্ষ থেকে যাত্রীদেরবারে বারে অনুরোধ করা হচ্ছে মুখে মাক্স অবশ্যই পড়ার জন্য।

পাশাপাশি মাইকিং এর মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রবেশ করতে প্রচার কাজ চলছে স্টেশন চত্বরে পুলিশের পক্ষ থেকে। লোকাল ট্রেন পরিষেবা চালু হতেই যাত্রীদের মধ্যে খুশির হাওয়া।

একদিকে শিল্পাঞ্চল হলদিয়া। অন্যদিকে পর্যটনকেন্দ্র দীঘায় যাতায়াতের অনেকটাই সুবিধা হলো বলে মনে করছেন যাত্রীরা।