অবতক খবর,২৮ মার্চ : নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পুরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে এমন অভিযোগও এবার সামনে আসছে। এবার ভাটপাড়া পুরসভার মেন গেটের সামনে মঞ্চ বেধে রাজ্য সরকারকে নিশানা করলেন একের পর এক বাম নেতৃত্ব। আজ ভাটপাড়া থানার পাশেই বামেদের তরফ থেকে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল।

মূলত ভাটপাড়া পৌরসভার ভিতরে মাঝেমধ্যেই বিক্ষোভ দেখান পেনশন প্রাপক থেকে শুরু করে আশাকর্মীরা। মূলত বেশ কয়েক দফা দাবি তোলা হয় বাম নেতৃত্বের তরফে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছিলেন, সিটুনেত্রী গার্গী চ্যাটার্জী, সিপিএম নেতা সায়নদ্বীপ মিত্র সহ অন্যান্য বাম নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ বাম নেতৃত্বরা মঞ্চে দাঁড়িয়ে বলেন, ভাটপাড়া পৌরসভা বর্তমানে বন্ধের মুখে। পুরো পৌরসভাটা এই দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। এই পৌরসভা আর চলছে না। আমরা চাই, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হোক। এছাড়াও কর্মীদের ১২ দিনের কাজ দেওয়া চলবে না। পেনশন প্রাপকরা বার-বার পৌরসভায় আসেন তাদের নায্য পেনশেনের দাবিতে। অবিলম্বে তাদের ন্যায্য পেনশন দিতে হবে।