অবতক খবর,২ জানুয়ারি : রাজ্যে তদন্তকারী সিবিআইয়ের প্রত্যেক অফিসারের সম্পত্তির হলফনামা চান কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি এই নির্দেশ দিয়েছেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনও রাখঢাক না করেই বুঝিয়ে দিয়েছেন, তাঁর ভরসার সিবিআইয়ের ভূমিকায় তিনি যারপরনাই অসন্তুষ্ট। বৃহস্পতিবার তাঁর এজলাসে করা প্রতিটি মন্তব্যে সেই ক্ষোভ এবং অসন্তোষ ঝরে পড়ে। নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হুঁশিয়ার করে বিচারপতি বলে দেন, ‘‘সিবিআই কল্পনাও করতে পারবে না তাদের সামনে কতটা খারাপ দিন আসতে চলেছে।’’

বৃহস্পতিবার নিয়োগ মামলার শুনানিতে উপস্থিত সিবিআই আইনজীবীকে বস্তুত একের পর এক ভর্ৎসনায় ধরাশায়ী করেছেন বিচারপতি। তদন্তের ঢিমে তাল নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বলেন, ‘‘সারা পশ্চিমবঙ্গের লোক তাকিয়ে বসে আছে কী হবে। আপনারা ইয়ার্কি মারছেন? সোমনাথ বিশ্বাসের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা উচিত।’’ এর পর অবশ্য সোমনাথ বিশ্বাসের পাশাপাশি সিবিআইয়ের সমস্ত তদন্তকারী অফিসারেরই সম্পত্তির হলফনামা চান বিচারপতি। এমনকি তাঁকে এ-কথাও বলতে শোনা যায় যে, ‘‘আমি তো দেখছি এ বার ইংল্যান্ডের তদন্তকারী সংস্থা এমআই-৫ এর উপর ভরসা করতে হবে।’’