অবতক খবর,১৩ এপ্রিলঃ নিয়ন্ত্রণ হারিয়ে দুটি দোকানের উপরে উল্টে গেল পণ্যবাহী কন্টেনার। ঘটনাটি ঘটেছে মগড়া থানার আদিসপ্তগ্রাম ঠাকুরবাড়ি মোড়ে। দোকানের ভেতরে কেউ না থাকায় হতাহত কোন খবর নেই তবে ঘটনায় আহত গাড়ির চালক। কন্টেনারটিকে ক্রেন দিয়ে তোলে মগড়া থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আদিসপ্তগ্রাম ঠাকুরবাড়ি মোড়ে একটি পণ্য বোঝাই চোদ্দ চাকার কন্টেনার খুব দ্রুত গতিতে আসছিল। ঠাকুরবাড়ি মোড় বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় রাস্তার পাশের দুটি দোকানের উপরে।

স্থানীয় বাসিন্দা রাজীব গুপ্ত বলেন আমরা বসে ছিলাম,হঠাৎ বিকট শব্দে ছুটে এসে দেখি কন্টেনার টি উল্টে গেছে।ভিতরে ড্রাইভার বেরোনোর চেষ্টা করে।আমরাই কাঁচ ভেঙে তাকে উদ্ধার করি। শুভ পাল বলেন চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। রাস্তার ওই জায়গায় একটি বাঁক রয়েছে সেখানে গাড়িটিকে ঘোরাতে গিয়েই ঘটে দুর্ঘটনা। উল্টে যায় পুরোদস্তুর পণ্যবাহি কন্টেনারটি।ঘটনার সময় নিজের সব্জীর দোকানেই ছিলেন ব্যবসায়ী মলয় কুন্ডু,কোন ক্রমে প্রাণে বাঁচেন।দ্রুত গতির কারনেই এই দুর্ঘটনা।কন্টেনারের চালক কে আটক করেছে মগড়া থানার পুলিশ।